গাভী বাঁচাতে গিয়ে নিহত এক

নীলফামারীর কলেজ স্টেশনে গাভীকে বাঁচাতে গিয়ে এক বৃদ্ধা নিহত হয়েছে। বুধবার (৬ এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, খুলনাগামী সীমান্ত ট্রেন চিলাহাটি যাওয়ার পথে কলেজ স্টেশন এলাকার লাইনে একটি গাভী উঠে যওয়ায়, গভীটিকে বাঁচাত কবির নামে এক বৃদ্ধা লাইনে উঠে গাভীটিকে বাঁচানোর চেষ্টা করে, সীমান্ত এক্সপ্রেস ধাক্কা দিলে ঘটনা স্থলে বৃদ্ধার মৃত্যু হয়।
সেই সাথে গাভীটিরও নারী ভুরি বের হয়ে মৃত্যু হয়েছে। নিহত কবির স্টেশন এলাকার মৃত নজ মামুদের ছেলে। নীলফামারী ফায়ারসার্ভিসের সিনিয়র অফিসার নিয়ারাজ উদ্দিন নিহতের লাশ উদ্ধার করে বলেন, এ দুর্ঘটনার বিষয়টি রেলওয়ে পুলিশ তদন্ত করবে।
বিভি/এনএএস/রিসি
মন্তব্য করুন: