• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দুজনকে কুপিয়ে ৬ লাখ টাকা লুট করলো কিশোর গ্যাং 

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৪৪, ৭ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
দুজনকে কুপিয়ে ৬ লাখ টাকা লুট করলো কিশোর গ্যাং 

ফরিদপুরে ঢাকা-ফরিদপুর মহাসড়কের পাশে ধুলদি রেলগেট বাজারে কিশোর গ্যাং হামলা চালিয়ে দুজনকে কুপিয়ে ছয় লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে। হামলায় মারাত্মক আহত মো. করিম নামের একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালী থানায় সন্ধ্যায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ধুলদি রেলগেট বাজারের মল্লিক ট্রেডার্সের মালিক জাহিদুল ইসলাম সেকেন জানান, বৃহস্পতিবার বেলা ১০টার দিকে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা দল বেধে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। তারা প্রতিষ্ঠানের ম্যানেজার মো. রুবেলকে ক্যাশ বাক্সের চাবি দিতে বলে। চাবি না দেয়ায় তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে চাবি ছিনিয়ে নেয়। এসময় প্রতিষ্ঠানের মালিকের ভাই মো. করিম কিশোর গ্যাংয়ের হামলাকারীদের বাঁধা দিলে তাকেও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। হামলাকারীরা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স ভেঙে সেখান থেকে ৬ লাখ টাকা নিয়ে যায়।
 
খবর পেয়ে কোতয়ালী থানার এসআই জসিমের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত মো. করিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

জানা যায়, মেসার্স মল্লিক ট্রেডার্সে রাসায়নিক সার, বালাইনাশক, রড, সিমেন্টসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হয়। প্রতিষ্ঠানের ম্যানেজার মো. রুবেল জানান, কিশোর বয়সের ১২ থেকে ১৫ জন তাদের প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে। এসময় তারা ক্যাশ বাক্সের চাবি চায়। চাবি না দিলে তারা আমাকে কুপিয়ে চাবি নিয়ে যায় এবং ৬ লাখ টাকা নিয়ে যায়। 

প্রতিষ্ঠানের মালিক জাহিদুল ইসলাম সেকেন বলেন, যারা প্রতিষ্ঠানে হামলা করে টাকা লুট করে নিয়েছে তাদের সাথে কোন বিরোধ ছিলনা। এ গ্যাংয়ের সদস্যরা মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত। তারা প্রতিষ্ঠান থেকে টাকা লুট করার জন্যই হামলা চালিয়েছে। কিশোর গ্যাংয়ের সদস্যরা আমার ভাই করিমকে কুপিয়ে ও বেদমভাবে প্রহার করেছে। তার মাথা ও কানের পাশে ৬টি সেলাই দেওয়া হয়েছে। পিটিয়ে শরীরের বিভিন্ন স্থান জখম করেছে। সিসিটিভি ফুটেজ দেখে আমরা বেশ কয়েকজনকে চিনতে পেরেছি। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এব্যাপারে কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল জলিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।  এনিয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

বিভি/এইচএ/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2