সাতক্ষীরা সীমান্ত থেকে ১২ কেজি রুপার গহনা জব্দ

সাতক্ষীরা সীমান্ত জব্দ রুপার গহনা
সাতক্ষীরা সীমান্তের ছয়ঘরিয়া এলাকা থেকে ১২ কেজি রুপার গহনা জব্দ করেছে বিজিবি। বুধবার (১৩ এপ্রিল) সকালে কালিয়ানী বিজিবি’র বিওপি সদস্যরা অভিযান চালিয়ে রুপার গহনাগুলো জব্দ করে। পরে জব্দকৃত গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, ছয়ঘরিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে বিপুল পরিমাণ রুপার গহনা আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানী বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল লতিফের নেতৃত্বে একটি টহলদল সীমান্তের মেইন পিলার ৭ ও সাব পিলার ৬৫-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুটি ব্যাগে ভর্তি রুপার গহনা বাগানের ঝোপ-ঝাড়ে ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে সেখান থেকে ব্যাগ দুটি উদ্ধার করা হয়। ব্যাগের ভিতরে তল্লাশি চালিয়ে এ সময় ১২ কেজি রুপার গহনা জব্দ করা হয়।
বিজিবি’র অধিনায়ক জানান, জব্দকৃত গহনাগুলোর বাজার মূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা। গহনাগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
বিভি/এজেড/এইচএস
মন্তব্য করুন: