মুন্সীগঞ্জে চাঁদাবাজিকে কেন্দ্র করে পৌর কাউন্সিলরপুত্র খুন

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভা কাঠপট্টি এলাকায় ঝলক (২২) নামে একজন ছুরিকাঘাতে খুন হয়েছেন। বুধবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ঝলক মিরকাদিম পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. লিটনের ছেলে। এলাকায় ইজারাসহ চাঁদাবাজিকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানায় এলাকাবাসী।
নিহত স্বজনদের দাবি চাঁদাবাজির প্রতিবাদ করায় কউন্সিলর পুত্র ঝলককে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
জানা গেছে, মিরকাদিম লঞ্চ ঘাট থেকে অবৈধভাবে ব্যবসায়ীদের থেকে চাঁদা তোলা নিয়ে মিরকাদিম পৌরসভার নৈদিঘিরপাথর এলাকার শরিয়তউল্লাহ মুন্সীর ছেলে জিল্লুর ছোটভাই মাসুদ ও ভাতিজা মমিনের সাথে চাঁদাবাজি নিয়ে পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. লিটনের বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে তার ছেলে কলেজছাত্র ঝলককে বাড়ি থেকে ডেকে নিয়ে লঞ্চ ঘাট এলাকায় এলোপাথারি ছুড়িকাঘাত করে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসী মাসুদ ও মমিন। পরে স্থানীয়রা ঝলককে গুরুতর অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি তদন্ত রাজীব খান জানান, মিরকাদিম লঞ্চ ঘাটের ইজারাকে কেন্দ্র করে এই হত্যা কাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। অতি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
বিভি/এসএইচএল/এইচকে
মন্তব্য করুন: