বাংলা নববর্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

বাঙালিদের প্রাণের উৎসব বাংলা নববর্ষের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় সকল সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয়েছে রাঙ্গামাটি শহর। ‘যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ’ এই স্লোগানে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও বাংলা নববর্ষ উদযাপন কমিটির উদ্যোগে আয়োজনে বর্ণিল মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে রাঙ্গামাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তেন গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বর্ণিল সাজে বাংলা নববর্ষকে বরণ করে নিতে বিভিন্ন পোশাকে সজ্জিত হয়। যেমন খুশী তেমন সাজে অংশগ্রহণ করেন অসংখ্য ছেলে মেয়ে। শোভাযাত্রায় হাতি ঘোড়া, প্যাচাসহ বিভিন্ন জাতীয় পাখী স্থান পেয়েছে।
বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন শোভাযাত্রাতে রাঙ্গামাটি জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তা সহ রাঙ্গামাটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্কুল ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসো হে বৈশাখ গানের তালে তালে শুরু হয় গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। পাহাড়ীদের এইচ্যা বিজু বিজু বিজু গানের তালে তানে নৃত্য নৃত্য যেন আগত দর্শদের মাতিয়ে তোলে।
বিভি/এনডি/এইচএস
মন্তব্য করুন: