চট্টগ্রামে সংক্ষিপ্ত পরিসরে বর্ষবরণ উৎসব, বাঁধভাঙ্গা উচ্ছ্বাস নেই

চট্টগ্রামে সংক্ষিপ্ত পরিসরে বর্ষবরণ উৎসব
দীর্ঘ দুই বছর পর আবারও বাংলা বর্ষবরণের উচ্ছ্বাসে মেতেছে চট্টগ্রামবাসী। মহানগরীর নজরুল স্কোয়ার, সিআরবির শিরীষতলা, শিল্পকলা একাডেমি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্নস্থানে চলছে নতুন বছরকে বরণ করে নেওয়ার নানান আয়োজন।
তবে এবার রমজানের কারণে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস নেই এই উৎসবে। বসেনি মেলা, নেই ভুভুজেলার উৎপাতও। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে গ্রহণ করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বর্ষবরণ উৎসবের সকল আয়োজনও করা হয়েছে সংক্ষিপ্ত।
মহানগরীর নজরুল স্কোয়ারে সকাল থেকে চলছে পহেলা বৈশাখ বরণ। নাচে-গানে চলছে জমজমাট অনুষ্ঠান। নারীরা শাড়ি, পুরুষরা পাঞ্জাবি পরে এসেছেন অনুষ্ঠানস্থলে। সিআরবির শিরীষতলায়ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। সেখানেও আসছেন নানা বয়সীরা।
চট্টগ্রাম সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আহ্বায়ক আহমেদ ইকবাল হায়দার জানান, গত দুই বছর বন্ধ ছিল নববর্ষ বরণের উৎসব। তবে এবার রোজার কারণে সংক্ষিপ্ত পরিসরে উৎসব চলছে।
বিভি/এনইউ/এইচএস
মন্তব্য করুন: