পটুয়াখালীতে বর্ষবরণ
‘ওঠো ওঠো রে...বিফলে প্রভাত বয়ে যায় যে’

নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে বাংলা নববর্ষ ১৪২৯ কে বরণ করা হয়েছে। দুই বছর পরে শত শত মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এবারের মঙ্গল শোভাযাত্রা। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের পিডিএস মাঠ থেকে এক বণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি মঞ্চ মাঠে গিয়ে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলান, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ্, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি অ্যাড. সুলতান আহমদ মৃধা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ প্রমুখ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ধর্ম-বর্ণ নির্বেশেষে অসংখ্য মানুষ মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করে। মঙ্গল শোভাযাত্রায় নিরাপত্তার কড়াকড়ি থাকলেও তারুণ্যের উচ্ছ্বাসের কমতি ছিল না।
জেলা প্রশাসনের আয়োজনের সকাল ৯ টায় ডিসি মঞ্চ মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বেলুন ফেস্টুন উরিয়ে ৩ দিন ব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো কামাল হোসেন।
এদিকে ওঠো ওঠো রে..... বিফলে প্রভাত বয়ে যায় যে স্লোগান নিয়ে সকাল সাড়ে ৯ টায় শহরের মহিলা কলেজ রোড এলাকায় সংক্ষিপ্ত ভাবে পহেলা বৈশাখ বরণ করে দক্ষিণা খেলাঘর আসর। এসময় খেলা ঘরের সংস্কৃতিকর্মীরা সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি করেন।
বিভি/এইচএস
মন্তব্য করুন: