বাসস্ট্যান্ডে টাকা তোলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

সংঘর্ষ প্রতীকি ছবি
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসস্ট্যান্ড থেকে টাকা তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে কোটচাঁদপুর উপজেলার চৌগাছা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আজ সকালে চৌগাছা বাসস্ট্যান্ডে যানবাহন থেকে টাকা তুলছিল কিছু শ্রমিক। সে সময় শ্রমিকদের অপরপক্ষ তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে ৬ জন গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জীবন হোসেন ও যশোর নেওয়ার পথে আক্তার হোসেন নামে দুই জন মারা যায়।
এ ঘটনার পর টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিভি/এআই/এইচএস
মন্তব্য করুন: