• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কপোতাক্ষ নদের তীরে ভেসে উঠলো অজ্ঞাত ব্যক্তির লাশ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৭, ১৪ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
কপোতাক্ষ নদের তীরে ভেসে উঠলো অজ্ঞাত ব্যক্তির লাশ

প্রতীকী ছবি

সাতক্ষীরার পাটকেলঘাটায় কপোতাক্ষ নদের তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেলা ১০টার দিকে কুমিরা গ্রামের কপোতাক্ষ নদের তীরের পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় অধিবাসী অখিল রায় বলেন, সকালে কুমিরা গ্রামে কপোতাক্ষ নদীর পাড়ে গরুর ঘাস কাটতে যাই। এসময় নদের ধারে অর্ধগলিত অবস্থায় ওই মরদেহটি ভাসতে দেখি। এরপর পুলিশকে খবর দেই। পরে পুলিশ ঘটনাস্থলে এসে  মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

পাটকেলঘাটা থানার পরিদর্শক (তদন্ত)বাবলুর রহমান খান জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মামলানং-৫। 

তিনি আরও জানান, বিষয়টি তদন্ত পূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/এজে/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2