• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সম্রাটের আঘাতে আহত নদী মৃত্যুশয্যায়

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৫, ১৬ এপ্রিল ২০২২

আপডেট: ১১:৩০, ১৬ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
সম্রাটের আঘাতে আহত নদী মৃত্যুশয্যায়

ঘটনা গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে, কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের পার্কের বেষ্টনীতে হঠাৎ সিংহ সম্রাট আর সিংহী নদী দুজন ক্ষিপ্ত হয়ে একে অপরকে আক্রমণ শুরু করে। দুজনই বেশ আহত হয়। পরে পার্ক কর্তৃপক্ষ এগিয়ে এসে তাদের আলাদা করে চিকিৎসা দিতে শুরু করে। এতে সম্রাট কিছুটা সুস্থ হয়ে উঠলেও নদীর অবস্থা আশঙ্কাজনক।

সাফারি পার্কের দায়িত্বে থাকা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুভন নন্দী জানান, বেষ্টনীতে থাকা একটি সিংহ ও একটি সিংহীর মধ্যে কলহ বাঁধে। মারাত্মক আহত নদী নামের সিংহীটার অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে।

পার্কের রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম, গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মোস্তাফিজুর রহমান ও পার্কের হাতেম সাজ্জাত জুলকার নাইনের তত্ত্বাবধানে সম্রাট ও নদীর চিকিৎসা চলছে।

গত ২৭ মার্চের পর থেকে খাবার খাচ্ছে না নদী। তার গাল দিয়ে লালা ঝরছে। দিন দিন শুকিয়েও যাচ্ছে নদী। সারাক্ষণ জিহ্বা বের করে রাখছে। লালা ঝরার পরিমাণও দিনদিন বড়ছে।

এরইমধ্যে এ সিংহীর জন্য ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও পার্কের ভেটেরিনারি অফিসারসহ চারজনের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। নদীকে গত ৭ এপ্রিল সর্বশেষ চিকিৎসা সেবা দিয়েছেন ডা. সুভন নন্দী।

ডা. নন্দী জানান, এর আগে বার্ধক্যজনিত কারণে ২২ বছর বয়সী সোহেল নামের একটি সিংহ মারা গিয়েছিল। এখন রাসেল (১৩), টুম্পা (১০) ও সম্রাট (১০) সুস্থ অবস্থায় থাকলেও যেকোনও মুহূর্তে জীবন প্রদীপ নিভে যেতে পারে নদীর।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2