টাঙ্গাইলে ইয়াবাসহ মাদক কারবারি আটক

টাঙ্গাইলের সদর উপজেলায় মহাবুল আলম (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। শনিবার (১৬ এপ্রিল) ভোরে উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।
তার কাছ থেকে তিন লাখ ৯০০ টাকা মূল্যের এক হাজার তিন পিস ইয়াবা, দুটি মোবাইল, দুটি সিম কার্ড এবং নগদ এক হাজার টাকাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান জানান, আটক মহাবুল আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তার চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
বিভি/এআরএ/এইচএস
মন্তব্য করুন: