• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু 

গোপালগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৪১, ১৯ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাঁতার শিখতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার পাটগাতী ইউনিয়নের চর গওহরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো আলিফ (৭) ও জিম (১১) ।

চিতলমারী উপজেলার কালিগঞ্জ গ্রামের মিলন মৃধার ছেলে মেয়ে। জিম টুঙ্গিপাড়া উপজেলার চর গওহরডাঙ্গা গ্রামে তার মামা শফিকুল বিশ্বাসের বাড়িতে থেকে লেখাপড়া করতো। এছাড়া আলিফ সোমবার সেখানে বেড়াতে আসে।

মৃত জিম ও আলিফের মামা শফিকুল বিশ্বাস জানান, তার ভাগ্নি জিম তাদের বাড়িতে থেকে লেখাপড়া করতো। এছাড়া ভাগ্নে আলিফ সোমবার গওহরডাঙ্গা বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে জিম তার ছোটভাই আলিফকে সাঁতার শিখাতে বাড়ির পার্শ্ববর্তী ঘেরে নিয়ে যায়। পরে সাঁতার শিখতে গিয়ে আলিফ পানিতে ডুবে গেলে জিম বাঁচাতে গেলে নিজেও পানিতে ডুবে যায়।

তিনি আরও জানান, তখন ছোট একটি মেয়ে তাদের পানিতে ডুবতে দেখে বাড়িতে খবর দেয়।

বাড়ির লোকজন গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। মৃত দুই শিশুকে চিতলমারীর কালিগঞ্জ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে বলেও জানান তিনি।

টুঙ্গিপাড়া থানার ওসি (তদন্ত) তন্ময় মন্ডল পানিতে ডুবে দু’ভাইবোনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানাকে কেউ অবহিত করেনি। তাই থানার পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।

বিভি/এমএস/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2