সাইকেলে হাওয়া খেতে খেতে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে গেল দুই কিশোর

বৈকালিক হাওয়া খেতে খেতে সাইকেলে চেপে ভুল করে ভারতীয় এলাকায় ঢুকে পড়েছিল সাতক্ষীরার দুই কিশোর বন্ধু আশিকুজ্জামান ও শাহাদাত হোসেন। ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ তাদের আটক করে জানতে পারে তারা বাংলাদেশে বসবাসকারী দুই বন্ধু। সীমান্তের রাস্তা দিয়ে ভুল করেই ভারতের নটিজঙ্গল এলাকায় ঢুকে পড়েছে।
বুধবার বিকালে সাতক্ষীরার কুশখালি সীমান্তে এ ঘটনা ঘটে। পরে বিএসএফের আমুদিয়া ক্যাম্পের সদস্যরা বিজিবির তলুইগাছা ক্যাম্পে খবর দিলে রাতে সীমান্তের চারাবাড়ি এলাকায় অনুষ্ঠিত হয় পতাকা বৈঠক। এতে বিজিবির কাকডাঙা কোম্পানি কমান্ডার সুবেদার আবু তাহের ও বিএসএফ এর ১১২ ব্যাটালিয়নের আমুদিয়া কোম্পানি কমান্ডার এসি নন্দ কুমার বিষয়টি নিয়ে আলোচনা করেন। পরে দুই কিশোরকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়া হয়। ১৪ বছর বয়সী বন্ধু আশিকুজ্জামান ও শাহাদাত হোসেন দুজনেই অষ্টম শ্রেণির ছাত্র।
সুবেদার আবু তাহের জানান, তারা সাইকেল চালিয়ে ভারতের দেওয়া কাঁটাতারের বেড়ার কাছে যেয়ে না বুঝে ভারতীয় এলাকায় ঢুকে পড়ে। এসময় বিএসএফ তাদের আটক করে আমাদের খবর দেয়।
বিভি/এজেড/এইচএস
মন্তব্য করুন: