ইটভাটা গুড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন

খাগড়াছড়িতে হাইকোর্টের নির্দেশে প্রথমবারের মতো অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) মহালছড়ি উপজেলায় অবৈধ এস এইচ এস ব্রিকস ভাটায় অভিযান চালিয়ে ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা ভাটার চুলার আগুন নিভিয়ে দেয়। পরে সেটি গুড়িয়ে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আশরাফ উদ্দিন বলেন, ‘হাইকোর্ট তিন পার্বত্য জেলায় সকল ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন। সে মোতাবেক অবৈধ ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।’
বিভি/এইচএমএফ/এইচএস
মন্তব্য করুন: