সাঁওতালদের উচ্ছেদ করে ইপিজেড নির্মাণের পরিকল্পনা, প্রতিবাদে বিক্ষোভ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ ও ইপিজেড নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাঁওতালরা। এ সময় তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে গাইবান্ধা ডিসি অফিস চত্বরে এই কর্মসূচী পালন করা হয়।
বিক্ষোভ কর্মসূচীতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্র সরেন ,আদিবাসী নেতা ফিলিমন বাসকে, প্রিসিলা মুর্মু , জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু প্রমুখ।
বক্তারা বলেন, গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমি আদিবাসী সাঁওতালদের। এই জমি নিয়ে দ্বন্দ্বে তিন সাঁওতালকে হত্যা করা হয়েছিল।
সাঁওতালদের তিন ফসলি জমিতে কখনোই ইপিজেড নির্মাণ করতে দেওয়া হবে না। পরে ৭ দফা দাবিতে সাঁওতাল নেতারা গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমানের কাছে স্মারকলিপি তুলে দেন।
বিভি/এফকে/এইচএম
মন্তব্য করুন: