পটিয়ায় ইউপি চেয়ারম্যানের ভাইকে ছুরিকাঘাতে হত্যা

নিহত মোহাম্মদ সোহেল
চট্টগ্রামের পটিয়ায় উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মোহাম্মদ সোহেল (৩৫) কে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। শুক্রবার (২২ এপ্রিল) সাড়ে ১০টায় বাড়ির পাশে বুধপুরা বাজারে এই ঘটনা ঘটে।
এঘটনায় আহতরা হলেন- একই এলাকার সাজ্জাদ (৩০), মো. সাদ্দাম হোসেন (৩০), জয়নাল আবেদ্বীন (৩৪) নামে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সোহেল দেশের পোশাক শিল্পের অন্যতম কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের ভাগিনা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটানার দিন দুপুরে প্রতিপক্ষের সাথে সোহেরের লোকজনের সাথে সংঘর্ষ হয়। ওই ঘটনার জের ধরে তারাবির নামাজের পরেই এলাকার বেশ কয়েকজন মিলে এ হামলা ও ছুরিকাঘাত করে এতে সোহেলসহ আরো তিন ছুরিকাঘাতে আহত হয়। এসময় আহতদের চমেক হাসপাতালে নেয়া হলে সেখানে সোহেল মারা যান।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার পুলিশ পরিদর্শক রেজাউল করিম মজুমদার গণমাধ্যমকে জানিয়েছেন, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিরোধের জের ধরে এ হামলা ও ছুরিকাঘাত ঘটে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন বলে জানিয়েছেন।
বিভি/এইচএস
মন্তব্য করুন: