চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতা খুন

আসকার বিন তারেক
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে চট্টগ্রামে ছুরিকাঘাতে আসকার বিন তারেক (১৮) নামে এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার রাতে নগরের কোতোয়ালী থানার চেরাগীপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসকার বিন তারেক নগরের কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকার এস এম তারেকের ছেলে। তিনি জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক।
স্থানীয় সূত্র জানায়, নগর ছাত্রলীগের সহ সম্পাদক সাব্বির সাদিক ও সদস্য সৈকত দাশের অনুসারীদের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার ইফতারের পর নগরের আন্দরকিল্লা মোড়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর দুই পক্ষ দুই দিকে সরে যায়। রাতে চেরাগী পাহাড় মোড়ে উভয়পক্ষ জড়ো হয়ে আবার সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় আসকার বিন তারেককে ছুরিকাঘাত করা হয়। সংঘর্ষে লিপ্ত উভয়পক্ষ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। নিহত তারেক সাব্বির সাদিকের অনুসারী বলে জানা গেছে।
পাঁচলাইশ থানার পরিদর্শক সাদিকুর রহমান বলেন, আহত অবস্থায় তারেককে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নগর পুলিশের সহকারী কমিশনার মুজাহিদুল ইসলাম বলেন, দুইপক্ষের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। জড়িতদের গ্রেফতার কাজ করছে পুলিশ।
বিভি/এনইউ/এইচএস
মন্তব্য করুন: