• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ছিনতাইকারী ধরতে চলন্ত ট্রেন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাফ

প্রকাশিত: ১৮:০৩, ২৪ এপ্রিল ২০২২

আপডেট: ১৮:১৬, ২৪ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
ছিনতাইকারী ধরতে চলন্ত ট্রেন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাফ

মোবাইল ছিনতাইকারীকে ধরতে চলন্ত শাটল ট্রেন থেকে লাফ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)  নন্দিতা দাশ নামের এক ছাত্রী। রবিবার (২৪ এপ্রিল) সকাল ৮টায় ক্যাম্পাসগামী ট্রেন নগরীর কদমতলী মোড় অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নন্দিতা দাস চবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী।

নন্দিতা দাস জানান, বটতলী থেকে ট্রেন ছাড়ার পাঁচ মিনিট পর ২০-২২ বছর বয়সী এক যুবক তার হাত থেকে মুঠোফোন কেড়ে নিয়ে যান। এরপর ওই যুবককে ধরার জন্য তিনিও ট্রেন থেকে লাফ দেন। তখন ট্রেনের গতি অবশ্য বেশি ছিলো না। কিন্তু তিনি ছিনতাইকারীকে ধরতে পারেননি।

নন্দিতা দাশ আরও জানান, তাঁর আজ পরীক্ষা ছিলো। নেমে যাওয়ার সময় তার ব্যাগ ট্রেনেই ছিলো। পরে একজন পথচারীর কাছ থেকে ১০০ টাকা নিয়ে তিনি বাসে করে ক্যাম্পাসে যান।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, নগরীর বটতলী স্টেশন থেকে সকাল ৮টার শাটল ট্রেন যখন কদমতলী মোড় অতিক্রম করে, তখন চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে লাফ দেয় এক ছিনতাইকারী। তাঁকে ধরতে ওই শিক্ষার্থীও লাফিয়ে পড়েন। নিচে নেমে তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান। এরপর তাকে আর উঠতে দেখা যায়নি। পুরো ঘটনাটি আমরা ট্রেনে ডিউটিরত পুলিশ সদস্যকে জানিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহিদুল ইসলাম বলেন, ছিনতাইয়ের বিষয়টি জানার পর রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, ছিনতাইকারীকে ধরার চেষ্টা চলছে।

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2