প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমিসহ ঘর পাচ্ছেন চট্টগ্রামের ১২১৬ পরিবার

ফাইল ছবি
আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমিসহ ঘর পাচ্ছেন চট্টগ্রামের এক হাজার ২১৬ পরিবার। মুজিব শতবর্ষে কেউ গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে ঈদ উপহার হিসেবে এসব ঘর দেয়া হচ্ছে ভূমিহীন পরিবারগুলোকে। জমিসহ ঘর পেতে যাওয়া পরিবারগুলো প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
চট্টগ্রামে তৃতীয় ধাপে ১৪ উপজেলার এক হাজার ২১৬টি ভূমিহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছেন। আগামীকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে এসব গৃহহীনদের হাতে জমিসহ ঘর তুলে দেবেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় সারাদেশে এবার ঘর দেওয়া হচ্ছে ৩২ হাজার ৯০৪টি। এরমধ্যে চট্টগ্রামের ১৪ উপজেলায় গৃহহীনরা পাচ্ছেন এক হাজার ২১৬টি ঘর। এসব ঘরের পাশাপাশি গৃহহীনদের দেওয়া হচ্ছে দুই শতাংশ জমি। এসব আশ্রয়ণ প্রকল্পে সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামোও নির্মাণ করা হয়েছে। যাঁরা কখনও নিজের ঘরের স্বপ্ন দেখেনি, তাঁরা এখন জমিসহ ঘর পেয়ে অভিভূত।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে দেশের কোথাও মানুষ গৃহহীন থাকবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার বাস্তবায়ন চলছে অনেক আগ থেকেই। এই প্রেক্ষাপটে চট্টগ্রাম জেলাকে শীঘ্রই ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করার কথা বললেন, জেলা প্রশাসক। সে লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি।
নতুন ঘর ও জমি পাবার এই আয়োজনে উৎসবের আমেজ লেগেছে ওই জনপদগুলোতে। সরকারের উন্নয়ন অভিযাত্রায় এ এক অনন্য উদ্যোগ বলে মনে করেন স্থানীয়রা।
বিভি/এনইউ/এইচএস
মন্তব্য করুন: