জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন চকরিয়ার জীবন বলি

চট্টগ্রাম মহানগরীর লালদিঘি মাঠে অনুষ্ঠিত জব্বারের বলী খেলায় এবার চ্যাম্পিয়ন হয়েছেন চকরিয়ার জীবন বলি। কুমিল্লার শাহজালাল বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। এর আগে ২০১৯ সালে অনুষ্ঠিত সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল শাহজালাল। এবার তাকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলেন চকরিয়ার তারেকুল ইসলাম জীবন।
সোমবার (২৫ এপ্রিল) মহানগরীর জেলা পরিষদ মার্কেট চত্বরে ২০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের বালুর মঞ্চে এবারের বলি খেলা শুরু হয়। ফাইনালের শুরু থেকে দর্শকরা দুইভাগে বিভক্ত হয়ে জীবন ও শাহাজালাল পক্ষে স্লোগান দেন। জীবন বেশ কয়েকবার শাহজালালকে ধরাশায়ী করার চেষ্টা করেও পারেননি। শেষ মুহূর্তে পয়েন্ট ভিত্তিতে তারিকুল ইসলাম জীবনকে বিজয়ী ঘোষণা করেন খেলার রেফারি আব্দুল মালেক।
গতবার শাহজালাল বলীর কাছে শিরোপা হাতছাড়া হওয়া জীবন এবার সেই শাহজালালকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে পেরে দারুণ খুশি। চ্যাম্পিয়ন হওয়ার পর অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। স্বপ্ন ছিল এই জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন হবো। অবশেষে চ্যাম্পিয়ন হতে পেরে ভীষণ খুশি লাগছে।’
জব্বারের বলী খেলায় এবার মোট ৭২ জন বলী অংশ নেন। চ্যাম্পিয়ন পেয়েছেন ট্রফিসহ নগদ ২৫ হাজার টাকা। রানার্স আপ পেয়েছেন ট্রফিসহ ১৫ হাজার টাকা।
এদিকে করোনার কারণে দুই বছর বন্ধ ছিল বলী খেলা ও বৈশাখী মেলা। এবার করোনার ধাক্কা সামলে রোববার থেকে শুরু হয়েছে মেলা। লালদিঘির পাড় ও আশেপাশে বসেছে মেলা। দেশের বিভিন্নপ্রান্ত থেকে মাটির তৈজসপত্র, খেলনা আর বাঁশ-বেতের সামগ্রী, গাছের চারা, ফুলঝাড়ু, তাল পাতার হাতপাখাসহ নানা ধরনের পণ্য নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। রয়েছে কাঠ ও প্লাস্টিকের তৈরি আসবাব, সৌখিন জিনিসপত্র, শিশুদের খেলনাসহ নানা সামগ্রী। তবে এবার মেলা তেমন জমেনি। রোজার কারণে মেলায় এবার লোক সমাগম কম হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
বিভি/এনইউ/এইচএস
মন্তব্য করুন: