সিলেটে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি
বজ্রপাতে সিলেট নগরীর টুকেরবাজারের তেমুখীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম, পরিচয় জানা যায় নি বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি নাজমুল ইসলাম।
স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে সিলেটে প্রচণ্ড কালবৈশাখী বয়ে যায়। এ সময় ঘন ঘন বিদ্যুৎ চমকায় ও বজ্রপাত হয়। এতে তেমুখী পয়েন্টে থাকা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়। ওই যুবক দীর্ঘদিন ধরে তেমুখী এলাকায় অবস্থান করতেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছেন ওসি নাজমুল।
বিভি/কেএস
মন্তব্য করুন: