পাটুরিয়া ফেরি ঘাটে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে

পাটুরিয়া ফেরি ঘাট
ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ পড়েছে পাটুরিয়া ফেরি ঘাটে। দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের প্রধান প্রবেশ পথ মানিকগঞ্জেরর পাটুরিয়া ফেরি ঘাটে। এছাড়া ঢাকা-পাটুরিয়া মহাসড়কে অতিরিক্ত যানবাহন ও যাত্রীর চাপ পড়েছে। যাত্রীরা ভেঙে ভেঙে দরদাম করে বাসে করে গন্তব্য স্থলে যাচ্ছে। যাত্রীদের অভিযোগ রয়েছে ভাড়া বেশী নেওয়া হচ্ছে।
শুক্রবার (২৯ এপ্রিল) ভোর রাত থেকে ছোট গাড়ী ও বাসের চাপ বেড়েই চলেছে। ভ্যাপসা গরমে যাত্রীরা চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বৃহস্পতিবার থেকে পন্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকার কথা থাকলেও শতাধিক ট্রাক ঘাটে ঢুকে পড়েছে।
বিআইডব্লিটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মোঃ খালেদ নেওয়াজ জানায়, ছুটির দিন হওয়ায় ঈদ উপলক্ষে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ প্রিয়জনদের সাথে ঈদ করতে বাড়ী যাচ্ছে। এতে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপ পড়েছে। তবে আমাদের সবকয়টি ফেরি স্বচল থাকায় ঘাট এলাকায় বড় ধরনের দুর্ভোগ ছাড়াই যানবাহন পারাপার হচ্ছে।
বর্তমানে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে একটি ফেরি বেড়ে ২১ ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এই মুহুর্তে পাটুরিয়ায় পরিবহন, কাটাগাড়ী, ব্যক্তিগত ছোট গাড়ী ও মিলে সাত শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।
বিভি/এইচএস
মন্তব্য করুন: