• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গাংনীতে রাস্তা নির্মাণে নিন্মমানের ইট, গ্রামবাসীর প্রতিবাদ

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৪, ২৯ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
গাংনীতে রাস্তা নির্মাণে নিন্মমানের ইট, গ্রামবাসীর প্রতিবাদ

মেহেরপুরের গাংনীতে মাটির রাস্তা এইচবিবি করণকাজে নিন্মমানের ইট ব্যবহারের করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (২৯ এপ্রিল) উপজেলার বামন্দি ইউনিয়নের তেরাইল কুঠিপাড়া রাস্তায় এই মানববন্ধন করেন এলাকার সাধারণ মানুষ।  

জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে তেরাইল কুঠিপাড়া থেকে ভাটপাড়াকুঠির রাস্তা ১ কি.মি. এইচবিবি করণ প্রকল্পে ব্যায় ধরা হয়েছে ৬০ লাখ টাকা। সম্প্রতি লটারির মাধ্যমে আওয়ামী লীগ নেতা 
মেসার্স নুর ইসলাম এন্টারপ্রাইজ কার্যাদেশ পায়। 

তেরাইল কুঠিপাড়া রাস্তা সরেজমিন ঘুরে দেখা গেছে, মেসার্স নুর ইসলাম এন্টারপ্রাইজ কার্যাদেশ পাওয়ার পর এইচবিবি (হেয়ারিং বন্ড) করনের জন্য রাস্তার দুইপাশে ১ নম্বর ইটের পরিবর্তে ৩ নম্বর ইট ব্যবহার করছে। এই কারণে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে মানববন্ধন করেছে। মহাব্বতপুর গ্রামের সিরাজুল ইসলাম বলেন,যে দিন নিন্মমানের ইট আনা 
হয়েছে সেদিন নিষেধ করা হলেও ঠিকাদার কর্নপাত করেনি। 

একই গ্রামের ইদ্রীস আলী বলেন, দীর্ঘদিন পর এলাকার কৃষদের দূর্ভোগ লাঘবে এমপি সাহিদুজ্জামান খোকনের প্রচেষ্টায় রাস্তাটি টেন্ডার হয়। কিন্তু ৩ নম্বর পচা ইট দিয়ে রাস্তা তৈরির পায়তারা করছে ঠিকাদার। দ্রুত সময়ের মধ্যে  নিন্মমানের ইট সরিয়ে নিয়ে সিডিউল মোতাবেক কাজ করার দাবি গ্রামবাসীর। 

বিল্লাল হোসেন বলেন, সরকার ১ নম্বর ইট দিয়ে রাস্তা করার কথা বললেও ঠিকাদার ৩ 
নম্বরসহ ভাঙ্গাচোরা ইট এনেছে। প্রতিবাদ করলে হয়রানি করবে এই কারণে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। 

কৃষক মজনু বলেন, এই রাস্তা দিয়ে কৃষকের উৎপাদিত ফসল ঘরে তুলতে কষ্ট হতো। অনেক কষ্টের পর রাস্তা নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। নিন্মমানের ইট দিয়ে রাস্তা করলে পূর্বের মতো অবস্থা সৃষ্টি হবে। তাই কৃষকের দু:খ কষ্ট লাঘবে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এমনটাই দাবি তাদের।

মেসার্স নুর ইসলাম এন্টারপ্রাইজ মালিক নুর ইসলাম বলেন, রাস্তা হেয়ারিং বন্ড করার জন্য ভালো মানের ইট মজুদ করা হয়েছে। যা কর্মকর্তারা দেখেছে। 

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী বলেন, নিন্মমানের ইট দিয়ে রাস্তা করলে স্থানীয় জনগন বন্ধ করে দিক।

জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক বলেন, কোনো ভাবেই নিন্মমানের ইটসহ উপকরণ ব্যবহার করতে দেওয়া হবে না। নিন্মমানের কাজ করে সরকারের অর্থ তসরুপাত 
করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম বলেন, নিন্মমানের ইট দিয়ে কাজ করলে বিল দেওয়া হবে না।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক বলেন, কোনোভাবেই অনিয়ম বরদাস্ত করা হবে না। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, ঠিকাদার নুর ইসলামের বিরুদ্ধে গত বছর জাল ষ্ট্যাম্প বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে তার শাস্তি দাবি করে আন্দোলন করেছে বিভিন্ন শ্রেণীপেশার সংগঠন।
 

বিভি/টিএ/এএন

মন্তব্য করুন: