• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অটোরিকশার উপরে বাস, নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৬, ৩০ এপ্রিল ২০২২

আপডেট: ১১:১৩, ৩০ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
অটোরিকশার উপরে বাস, নিহত ২

দুর্ঘটনা কবলিত বাসটি

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। শনিবার (৩০ এপ্রিল) সকালে হাটহাজারীর খন্ডলের ঘাটা এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম নিকাশ বড়ুয়া।   

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, সকাল সোয়া ৭টায় চট্টগ্রাম থেকে নুরুল আলম পরিবহনের বাসটি খাগড়াছড়ি যাচ্ছিলো। হাটহাজারীর খন্ডলের ঘাটা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির উপরে উঠে যায়। এসময় বাসের নীচে চাপা পড়ে অটোরিকশা চালকসহ একজন যাত্রী নিহত হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

বিভি/এনইউ/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2