চট্টগ্রামের ১৬ গ্রামে আজ ঈদ উদযাপন

দক্ষিণ চট্টগ্রামের ১৬ গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় ও ঈদ উদযাপন করা হয়েছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশ গুলোর সাথে মিল রেখে দক্ষিণ এসব মানুষ সোমবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় ও ঈদ উৎসব পালন করেছে।
তারা সবাই সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারী। সোমবার সকাল থেকে নামাজ শেষে এসব গ্রামে ঈদ উদযাপন করেন তারা।
সকাল নয়টায় এই দরবার শরিফে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মাওলানা শাহ সূফি মুহাম্মদ আলী। পরে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
সৌদি আরবসহ বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে এসব পরিবার বাংলাদেশে রোজা, ঈদুল ফিতর পালন করে আসছে। সাতকানিয়া ছাড়াও চন্দনাইশ, আনোয়ারা, লোহাগাড়া, উপজেলার কয়েকটি গ্রামে ঈদ উদযাপন করা হয়।
বিভি/এনইউ/এইচএস
মন্তব্য করুন: