পাটুরিয়ায় যাত্রী ও যানবাহন শূন্য ফেরিঘাট

দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রধান প্রবেশ পথ মানিকগঞ্জেরর পাটুরিয়া ফেরি ঘাটে ঈদে ঘরমুখো পারাপার হয় এই ঘাট দিয়ে। তবে রবিবার সন্ধ্যার পর থেকে যাত্রী এবং যানবাহন শূন্য ফেরি ঘাট।
ঘাটে আসা পরিবহন যাত্রী ঘাটে আসা মাত্রই ঘাটে রানিংয়ে ফেরিতে উঠে পারাপার হয়ে গন্তব্যে স্থলে চলে যাচ্ছে। ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে না। বরং উল্টো যাত্রী ও যাববহনের জন্য ঘণ্টার পর ঘণ্টা ফেরিগুলোকে অপেক্ষা করতে হচ্ছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক শাহ মোঃ খালেদ নেওয়াজ জানায়, ঈদ উপলক্ষে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঈদে ঘরমুখো অনেকযাত্রী ও যানবাহন পারাপার করা হয়েছে। এ বছর ঈদে ঘরমুখো মানুষ কোন দুর্ভোগ ছাড়াই এই নৌরুট পাড়ি দিয়ে গন্তব্য স্থলে যাচ্ছে।
বর্তমানে ফেরি ঘাটে কোন যাত্রী ও যানবাহন পারাপারের অপেক্ষায় থাকতে হচ্ছে না। আসা মাত্রই ফেরিতে পারাপার হয়ে বাড়ি ফিরছেন। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ২১ ফেরির মধ্যে যাত্রী ও যানবাহন কম থাকায় ৪টি ফেরি বসিয়ে রাখা হয়েছে।
বিভি/এএইচ/এইচএস
মন্তব্য করুন: