চট্টগ্রামে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ঈদের নামাজের দুটি জামাত অনুষ্ঠিত হবে।
সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। একই মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।
জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যেগে সকাল ৯টায় এম এ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়াম মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া মহানগরীর ৪১টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ১টি করে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে মহানগরীতে ৯৪টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
বিভি/এনইউ/এইচএস
মন্তব্য করুন: