টাঙ্গাইলে কয়েকটি পরিবারের ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামের কয়েকটি পরিবার ঈদুল ফিতর উদযাপন করছে।
সোমবার (২ মে) সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে প্রায় শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। এ সময় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেন মুসল্লিরা।
ঈদের নামাজের ইমামতি করেন আব্দুর রহমান। তিনি বলেন, ‘২০১২ সাল থেকে এ গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছে।’
বিভি/এআর/এইচএস
মন্তব্য করুন: