সাতক্ষীরার দুটি স্থানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরা দুটি স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টায় সাতক্ষীর সদর উপজেলার বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদ ও একই সময়ে ভাড়ুখালী বাজার মসজিদে উক্ত ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন, মাওলানা মহব্বত আলী ও মাওলানা মাহবুবুর রহমান।
পুরুষ ও মহিলা সেখানে শতাধিক মানুষ নামাজ আদায় করেছেন। সাতক্ষীরা সদরের বাউকোলা, ভাড়ুখালী, আখড়াখোলা, তলুইগাছা, কলারোয়ার সোনাবাড়িয়া, তালার ইসলামকাটি, খলিল নগর, পাইকগাছাসহ বিভিন্ন এলাকার মুসল্লিরা ঈদের নামাজে অংশ গ্রহন করেছেন বলে জানা গেছে।
বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মহাব্বত আলী জানান, আমরা রমজান মাসের চাঁদ দেখে রোজা থাকি এবং শাওয়াল মাসের ১ তারিখে চাঁদ দেখে ঈদের নামাজ আদায় করি। আমরা সৌদি আরবের সাথে মিল রেখে আজ ঈদের নামাজ আদায় করেছি।
তিনি আরো জানান, পৃথিবীর কোন প্রান্তে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ঈদ উদযাপন করা যায়।
বিভি/এজেড/এইচএস
মন্তব্য করুন: