• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঘুরতে বেরিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৫, ৪ মে ২০২২

আপডেট: ২১:২৬, ৪ মে ২০২২

ফন্ট সাইজ
ঘুরতে বেরিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

ফাইল ছবি

বাড়ির পাশে বেড়াতে ছুরিকাঘাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শুভ (২০) নামে এক এক যুবক নিহত হয়েছে। বুধবার (৪ মে) সন্ধ্যায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার আড়াইওরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শুভ উপজেলার আড়াইওরা গ্রামের জাকির হোসেনের ছেলে। 

জানা যায়, সন্ধ্যায় বাড়ীর পাশে গোমতী নদীর বেড়িবাঁধ পালপাড়া ব্রীজ এলাকায় ঘুরতে যায়। সন্ধার পরপর কয়েকজন যুবক তার উপর হামলা চালায়। এসময় তার বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি সহিদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, অপরাধীদের ধরতে অভিযান চলছে।

বিভি/এসএম/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2