জাফলংয়ে পর্যটক লাঞ্ছিতের ঘটনায় আটক ৫

পর্যটকদের ওপর হামলা
ঈদের ছুটিতে সিলেটের জাফলং বেড়াতে যাওয়া পর্যটকদের উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ মে) বেলা ১টার দিকে জাফলং পর্যটনকেন্দ্রের প্রবেশপথে এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত দৈনিক হাজিরার স্বেচ্ছাসেবকরা বেধড়ক পিটিয়েছে পর্যটক নারী পুরুষদের। এ সময় নারীসহ কয়েকজন পর্যটক লাঞ্ছিত হন।
লাঞ্ছিতরা জানিয়েছেন, পর্যটনকেন্দ্রে প্রবেশ টিকিট নিয়ে কথা-কাটাকাটির জের ধরে স্বেচ্ছাসেবকরা সংঘবদ্ধ হয়ে পর্যটকদের ওপর চড়াও হয়। নারী পুরুষ নির্বিশেষে লাঠি দিয়ে পিটিয়ে টিকিট কাউন্টারের ভেতরে নিয়েও পেটায়। এতে কয়েকজন পর্যটক আহত হন। স্বজনদের বাঁচাতে গিয়ে লাঞ্ছিত হন নারী পর্যটকরা।
এ ঘটনায় লাঞ্ছিতদের বিষয়টি সম্মানজনক সমাধানের আশ্বাস দিলেও তাদের পরে আর পাওয়া যায়নি বলে দাবি স্থানীয় ব্যবসায়ী সমিতির।
জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি রতন শেখ জানিয়েছেন, পর্যটকদের ওপর হামলাকারী পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। ভিডিও দেখে তাদের শনাক্ত করা হয়েছে। আটককৃতরা হলো-সেলিম আহমদ, লক্ষ্মণ চন্দ্র দাস, সোহেল রানা, নাজিম উদ্দীন ও জয়নাল আবেদীন।
স্থানীয়রা জানান, জাফলংয়ে প্রবেশপথে ১০ টাকার টিকিট কাটতে হয়। আর এ টিকিট চেক করার জন্য গোয়াইনঘাট উপজেলা পরিষদের দৈনিক হাজিরার ভিত্তিতে স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে।
বিভি/ডিএস/এইচএস
মন্তব্য করুন: