বাংলাবাজার ঘাটে ফেরি-স্পীডবোট এনেও চাপ সামালাতে হিমশিম

বাংলাবাজার ফেরি ঘাটে রাজধানীমুখী যাত্রীদের উপচে পড়া ভিড়। ফেরি-স্পীডবোট এনে যাত্রী ও যানবাহনের চাপ সামাল দেয়া হচ্ছে বাংলাবাজার ঘাটে।
শনিবার ( ৭ মে) সকাল থেকেই বাংলাবাজার ঘাটে কর্মস্থলমুখী যানবাহন ও যাত্রীদের উপচেপড়া ভিড় পড়েছে। পরিস্থিতি সামাল দিতে শিমুলিয়া থেকে খালি লঞ্চ-ফেরি-স্পীডবোট এনে চাপ সামাল দেয়া হচ্ছে।
মাত্র ৫টি ফেরি দিয়ে পারাপার করেছে। বাংলাবাজার ফেরি ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন। এছাড়াও মটরসাইকেলের দীর্ঘ লাইন পড়েছে সকাল থেকেই। বিভিন্ন যানবাহনে দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে যাত্রীরা বাংলাবাজার ঘাটে আসছেন।
বাংলাবাজার ঘাট থেকে শিমুলীয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রতিটি লঞ্চ ও স্পীডবোট ছিলো যাত্রীতে পরিপূর্ণ। লোডমার্ক অনুযায়ী লঞ্চ গুলো যাত্রী পারাপার করছে।
ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবসহ পর্যাপ্ত সংখ্যক আইন-শৃংখলা বাহিনী দায়িত্ব পালন করছেন। এদিকে দক্ষিণাঞ্চল থেকে আসা যানবাহনগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে যাত্রীরা অভিযোগ করেন।
বিভি/রিসি
মন্তব্য করুন: