দৌলতদিয়া ফেরি ঘাটে মানুষ ও যানবাহনের ঢল

ঈদ শেষে উত্তর ও দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ কর্মস্থলে যোগদান করতে ফিরছেন ঢকায়। এতে করে দৌলতদিয়া ফেরি ঘাটে মানুষ ও যানবাহনের ঢল নেমেছে।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ২১ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হলেও দৌলতদিয়া ফেরি ঘাটে প্রায় ৬ কি.মি. এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছে যাত্রী সাধারণ।
আরও পড়ুন:
- চট্টগ্রাম বন্দরে খালাস চলছে আমদানি করা অপরিশোধিত পাম তেল
- নাটোরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭ (ভিডিও)
নদীতে ডুব চরের সৃষ্টি হওয়া ফেরি চলাচলে সময় বেশি লাগছে এবং মাওয়া ঘাটের গাড়িগুলি দৌলতদিয়া নৌরুট ব্যবহার করায় যানজটের মাত্রা স্বাভাবিকতার চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। কোনো কোনো যানবাহনের ঘাট পার হতে ৫/৬ ঘণ্টা সময় লেগে যাচ্ছে।
বি আই ডাব্লিউ টি সি অভিস সূত্রে যানা যায় তারা ২১টি ফেরির মাধ্যমে যানবাহনে পারাপার করছে। ডুব চরের কারণে ফেরিগুলি যাতায়াতে সময় বেশি লগছে। তাছাড়া আজ ছুটির শেষ দিন হওয়ায় চাপটা বেশি পড়েছে। তবে দ্রুত যানজট কমে যাবে বলে তারা জানান।
বিভি/এমডিএইচ/রিসি
মন্তব্য করুন: