ঘূর্ণিঝড় অশনি: পায়রা বন্দরে আজও ২ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া অফিসের কর্মকর্তা ও অশনি
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এ থেকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষরা।
এদিকে ঘূর্ণিঝড় ‘অশনি’ পটুয়াখালীর পায়ার বন্দর থেকে ৯৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিতে অবস্থান করছে। তাই পায়রাসহ সব বন্দর সমূহকে দুই নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রবিবার (৯ মে) রাত থেকে সকাল ৯টা পর্যন্ত ৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত কোড করা হয়েছে।
তিনি আরো বলেন, আগামী আরো পাঁচদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সকল মাছধরার ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তা মাসুদ রানা।
বিভি/এইচকে/এইচএস
মন্তব্য করুন: