কুমিল্লায় মালবাহী ট্রেনের বগী লাইনচ্যুত: ১০ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার রাজপুর রেল স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ১০ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায় আজ (সোমবার) রাত সাড়ে ৩টায় রাজাপুর রেল স্টেশনের আউটার সিগনালে প্রবেশের আগে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়। এর পর থেকে ঢাকা-চট্রগ্রাম ও সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সকাল ৯টায় দুটি উদ্ধারকারী রেকার এলে দুপুর দেড়টায় উদ্ধার কাজ সম্পন্ন হয়।
এই ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলের জেনারেল ম্যানাজার আবুল কালাম চৌধুরী।
বিভি/এসএমপি/এএন
মন্তব্য করুন: