২০ হাজার লিটার সয়াবিন মজুদ রাখায় ব্যবসায়ী আটক

জব্দ করা তেল ও ইনসেটে ব্যবসায়ী স্বপন সাজি।
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর বাজারের একটি গোডাউন থেকে ২০ হাজার ৪০০ লিটার সোয়াবিন ও ১ হাজার ২০ লিটার সরিষার তেল জব্দ করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে তেলের মালিক ব্যবসায়ী স্বপন সাজিকে।
সোমবার রাত ৮টার দিকে পুলিশ এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।
তিনি বলেন, তাহেরপুর বাজারে একটি সরকারি গোডাউন রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা সেটি ভাড়া নিয়ে ব্যবহার করে। ওই গোডাউনে টিসিবির পণ্য থাকতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় সেখানে ১০০ ড্রাম তেল পাওয়া যায়। এর মধ্যে ৯৫ ড্রামে রয়েছে সোয়াবিন তেল। আর পাঁচ ড্রামে রয়েছে এক হাজার ২০ লিটার সরিষার তেল।
অভিযানের সময় অবৈধ তেল মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করার দায়ে তেলের মালিক স্বপন সাজিকে আটক করা হয়। একই সঙ্গে তার গোডাউন সিল করে দেয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, পুঠিয়া সার্কেল সহকারি পুলিশ সুপার অলক বিশ্বাস।
বিভি/পিসিএ/এজেড
মন্তব্য করুন: