সিলেটে ৪৯০০ লিটার সয়াবিন তেল জব্দ

সিলেট নগরীর কাজিটুলা এলাকায় কালিঘাটের কামাল ব্রাদার্সের গোদাম থেকে ৪ হাজার ৯০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১১ মে) দুপুরের পর কাজীটুলা এলাকায় ওই গোদামে অভিযান চালিয়ে বিপুল পরিমান এই সয়াবিন তেল জব্দ করা হয়।
১৬০ টাকা লিটার দামে কেনা বিপুল পরিমাণ সয়াবিন তেল গোপনে বাসায় মজুদ করে রাখার খবর পেয়ে অভিযান শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাসার প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে ময়দা মজুদ দেখতে পান অভিযানকারী দল। পরে পাশের আরেক কক্ষে তেলের মজুদ পেয়ে তা জব্দ করা হয়।
বর্তমানে সরকার নির্ধারিত ১৯৮ টাকায় প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে। অধিক লাভের আশায় অসাধু ব্যবসায়ীরা তা মজুদ করছেন। তাই অসাধুতার বিরুদ্ধে অভিযান চলছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেটের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।
তিনি বলেন, এর আগে মঙ্গলবার দুপুরে সিলেটের কালিঘাট থেকে পুরানো দামে কিনে মজুদ করায় মাহির ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠান থেকে সাড়ে ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করে ক্রেতাদের কাছে পুরানো মূল্যে বিক্রি করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট।
বিভি/ডিসি/এএন
মন্তব্য করুন: