চারজনকে কুপিয়ে জখম, গণপিটুনিতে যুবকের মৃত্যু

চারজনকে কুটিয়ে জখমের পর শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের মাঝের চরে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।
গোসারহাট থানা ও স্থানীয়রা জানায়, আলাওলপুর ছবর আলী কাজি কান্দি গ্রামের নাসির মালত ছেলে ফারুক মালত বুধবার সকালে একই ইউনিয়নের মাঝেরচর গ্রামের একটি বাড়িতে গিয়ে ৫০ বছর বয়সী শাসুন্নাহারকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। বাধা দিতে গেলে আশপাশে থাকা রাহেলা, রজব আলী ও ভানু বেগমকে একই বটি দিয়ে কুপিয়ে আহত করে সে। ওই সময় আহতের স্বজন ও স্থানীয়রা মাদকাসক্ত ওই যুবককে আটক করে গণপিটুনি দেয়। এতে সে মারা যায়।
গোসাইরহাট থানার ওসি আসলাম শিকদার বলেন, ফারুক মালতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, ফারুক মালত নেশাগ্রস্ত ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। কয়েকদিন ধরে সে নিজের বাবা, মা ও আশপাশের একাধিক ব্যক্তিকে মারধর করেছেন বলে জানা গেছে।
গণপিটুনিতে নিহত ফারুক মালত আদোও মাদকাসক্ত কিনা সে বিষয়ে তাঁর পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি।
বিভি/এইচকে/এইচএস
মন্তব্য করুন: