• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বড় ভাইকে হত্যা দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৪, ১২ মে ২০২২

ফন্ট সাইজ
বড় ভাইকে হত্যা দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দাযরা জজ আদালত-১ এর বিচারক মো. তাজুল ইসলাম জনাকীর্ণ এজলাসে দণ্ডপ্রাপ্ত আসামী মামুন সরকার (৪৮)-এর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মামুন সদর উপজেলার পিয়ারপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১ জুন সকাল ১০টার দিকে পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে কথা কাটাকাটির একপর্যায়ে সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের পিয়ারপুর গ্রামে বড় ভাই আসাদুল সরদারকে হাসুয়া দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থার আসাদুলের মৃত্যু হয়। এঘটনায় নিহতের স্ত্রী সাথী খাতুন বাদি হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় হত্যার অভিযোগে একমাত্র এজাহারভুক্ত আসামি মামুন সরকারের বিরুদ্ধে মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন ইবি থানার উপ-পুলিশ পরিদর্শক এসএম কাফরুজ্জামান ও শরীফ মনজুর।

বিভি/এইচএ/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2