বিজিবি’র ক্যাম্প থেকে অজগর সাপ উদ্ধার

অজগর সাপ উদ্ধার।
রাঙামাটির ছোটহরিণা বিজিবি ক্যাম্প থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গত রবিবার ছোট হরিণা ক্যাম্পের পাশ থেকে এই অজগর সাপটি উদ্ধার করে বিজিবি সদস্যরা।
অজগর সাপটি লম্বায় ৫ ফুট। সাপটিকে উদ্ধার করে মঙ্গলবার বিকালে বন বিভাগের কাছে হস্তান্তর করেন ছোটহরিণা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শফিকুর রহমান। এ সময় বন বিভাগের কর্মকর্তাও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
হস্তান্তরের পর বরকল বন বিভাগের কর্মকর্তা সাপটিকে কাপ্তাই অভয়ারণ্যে অবমুক্ত করা হবে বলে বনবিভাগ কর্মকর্তা নিজস্ব প্রতিবেদককে জানান।
ছোটহরিণা ব্যাটালিয়নের অধিনায় লেফটেন্যান্ট কর্নেল এস এম শফিকুর রহমান জানান, বিরল ও বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী সংরক্ষণে বিজিবি'র প্রতিটি সদস্য অধিকতর সতর্কতার সংগে অগ্রণী ভূমিকা পালন করছে। বন্যপ্রনী সংরক্ষণে স্থানীয় প্রশাসনের সহায়তায় সকল প্রকার উদ্যেগ গ্রহণের বদ্ধপরিকর বলে তিনি জানান।
বিভি/এনডি/এইচএস
মন্তব্য করুন: