• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চাচির গোসলের ভিডিও করে চাচাকে পাঠিয়ে টাকা চাইলো ভাতিজা!

প্রকাশিত: ২০:১০, ১৯ মে ২০২২

ফন্ট সাইজ
চাচির গোসলের ভিডিও করে চাচাকে পাঠিয়ে টাকা চাইলো ভাতিজা!

সংগৃহীত ছবি

প্রবাসী চাচার কাছ থেকে টাকা নিতে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে ভাতিজা। নিজের চাচির গোসলের নগ্ন ভিডিও ধারণ করে সেই ভিডিও পাঠিয়েছেন চাচার কাছে। এই অভিযোগে ওই ভাতিজার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলার বাসাইলে। অভিযুক্ত ভাতিজার নাম শরিফুল ইসলাম শরীফ (২৮)। বৃহস্পতিবার (১৯ মে) তার বিরুদ্ধে বাসাইল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাসাইল উপজেলার মান্দারজানি গ্রামের জামাল মিয়ার ছেলে শরিফুল ইসলাম কৌশলে তার চাচির গোসলের নগ্ন ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও হৃদয় খান নামে একটি ইমো আইডি থেকে তার সৌদি প্রবাসী চাচাকে পাঠান এবং তার কাছে দুই লাখ টাকা দাবি করেন। 

টাকা না দিলে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এরপর বিষয়টি সৌদি প্রবাসী চাচা তার স্ত্রীকে জানান। পরে ভুক্তভোগী চাচি বাদী হয়ে বাসাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সরেজমিনে দেখা যায়, ভূক্তভোগী ওই নারীর গোসলখানাটি শরীফের ঘরের উত্তর দিকে অবস্থিত। আর গোসলখানাটির দরজাও মতো লাগে না। এ সুযোগে অভিযুক্ত শরীফ তার ঘর থেকে ভিডিওটি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরীফের বিরুদ্ধে ইতোপূর্বে চুরিসহ নানা অপকর্মে জড়িত থাকায় এলাকায় একাধিক গ্রাম সালিশ হয়েছে।

এ বিষয়ে শরীফের চাচি বলেন, শরিফ আগেও আমার ঘরে ঢুকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে আমাদের সবাইকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। শুধুমাত্র ভাতিজা বলে এতোদিন সব অত্যাচার সহ্য করেছি। এখন ও আমার মান সম্মান নষ্ট করার চেষ্টা করছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সৌদি প্রবাসী শরিফের চাচা মুঠোফোনে জানান,  যে ইমো আইডি থেকে ভিডিওটি পাঠানো হয়েছে, সেই আইডি থেকে আমার ভাতিজা শরীফ আগেও যোগাযোগ করেছে।

অভিযুক্ত শরীফ জানান, পুলিশ আমাদের বাড়িতে এসেছিল। আমি পুলিশকে আমার ফোন ও নম্বর সব দিয়ে দিয়েছি। চাচির সঙ্গে এমন কাজ আমি করতে পারি না। এ অভিযোগ মিথ্যা। এ ধরনের কাজ আমি করিনি।

এদিকে বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এ ঘটনা নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সব কিছু এখনই বলা সম্ভব না। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2