নরসিংদী রেলস্টেশনে তরুণীকে হেনস্তার ঘটনায় বিরল প্রতিবাদ নারীদের

নরসিংদী রেলস্টেশনে ‘অশ্লীল পোশাক’ পরার অজুহাতে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ও তার দুই বন্ধুকে হেনস্তার প্রতিবাদে ঢাকা থেকে নরসিংদী সেই স্টেশন ভ্রমণ করেছে একদল নারী। এ বিরল প্রতিবাদে হতভাক জেলাবাসী।
এই নারীদের ছবি ভাসছে সোশ্যাল মিডিয়ায়। নানা জনে নানারকম মন্তব্য করছে তাদের ছবিতে। এ যেন প্রতিবাদ নয় নগ্ন শরীর প্রদর্শনী।
শুক্রবার (২৭ মে) সকালে একটি ট্রেনে চেপে তারা নরসিংদী স্টেশনে যান বলে নিশ্চিত করেন নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মুসা।
আরও পড়ুন:
- আজহারীকে নিয়ে ফেসবুক পোস্ট, ছাত্রলীগ কমিটি স্থগিত
- ফেসবুকে আজহারীর পক্ষে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রলীগ সভাপতি
অন্তত ২০ নারীর একটি দল এ ভ্রমণের নাম দিয়েছে 'অহিংস অগ্নিযাত্রা'। তারা রাজধানীর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী। অগ্নিযাত্রায় এ নারীরা তাদের পছন্দমতো আধুনিক পোশাক পরেছিলেন।
এর আগে, গত ১৮ মে ভোরে নরসিংদী রেলওয়ে স্টেশনে আধুনিক পোশাক পরা এক নারী দুই বন্ধুকে নিয়ে ঘুরতে এসে স্থানীয় এক মাঝবয়সী নারী ও কয়েকজন বখাটের হাতে হেনস্তার শিকার হন।
বিভি/এজেড
মন্তব্য করুন: