ভাইরাল বেফাঁস বক্তব্য,আ.লীগ প্রার্থী মুজিবুল হককে শোকজ

“বাটন টিপে দিতে কেন্দ্রে আমার লোক থাকবে,ইভিএম না থাকলে রাতেই ভোট নিয়ে নিতাম” এমন বেফাঁস মন্তব্য করায় বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।
রিটার্নিং অফিসার রকর চাকমা জানান, সম্প্রতি এক প্রার্থীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নির্বাচন কমিশনের নজরে আসে। এমন বক্তব্য নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লংঘন। এ বিষয়ে প্রার্থীকে শোকজ করা হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।
তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিবেদন হাতে পেলে প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি গণসংযোগে গিয়ে ইভিএম না থাকলে রাতেই ভোট নিয়ে নেওয়া এবং ভোটকেন্দ্রে ইভিএমের বাটন টিপতে না পারলে টিপে দেওয়ার জন্য নিজের লোক রাখবেন বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী। তিনি আরও বলেছেন, ইভিএম না থাকলে রাতেই সব ভোট নিয়ে ফেলতেন। ভোট কেন্দ্রে নিজের মানুষ রাখার সম্পর্কিত বক্তব্য দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিও ক্লিপে আওয়ামী লীগ প্রার্থী মুজিবুল হক চৌধুরী নির্বাচনী সভায় চট্টগ্রামের ভাষায় ভোটারদের উদ্দেশে হ্যান্ডমাইকে বলেন, ‘তো এখানে ইভিএম একটা করেছে সরকার। তো কী করতাম। একটু কষ্ট করে গিয়ে আঙুলে চাপ দিয়ে ভোট দিতে হবে। চাপ দিতে না পারলে চাপ দেওয়ার জন্য সেখানে আমি মানুষ রাখব। তো আমাকে একটু দোয়া করবেন সকলে।’ তিনি আরও বলেন, ‘রিকশা করে পারেন, যেভাবে পারেন ভোটটা দেওয়ার ব্যবস্থা করেন। কারণ, ইভিএমের ভোট। ইভিএম না হলে আমি কাউকে খুঁজতাম না, ভোট আমি মেরে দিতাম। যেভাবে পারি ভোটটা মেরে দিতাম।’
মুজিবুল হক আরও বলেন, ‘ইভিএমে আইডি কার্ড ঢুকিয়ে দিতে হয়, নইলে হয় না। এটা না হলে আমি রাতেই নিয়ে ফেলতাম। তো আপনারা একটু কষ্ট করেন, আপনাদের একটু কষ্ট করে ওটা নিয়ে যেতে হবে। গিয়ে মেশিনে ফিঙ্গার দিতে হবে। কথা বুঝেননি? আমি রতের খেলোয়াড়, একসাথে ২০ হাজার নিয়ে ফেলি যে ওটা।’
বিভি/এনইউটি/এজেড
মন্তব্য করুন: