• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘আমি সরকারি দলের লোক, আমার সরকারি গুন্ডা আছে লাইসেন্সধারী’

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৫, ৩১ মে ২০২২

আপডেট: ২২:১৪, ৩১ মে ২০২২

ফন্ট সাইজ
‘আমি সরকারি দলের লোক, আমার সরকারি গুন্ডা আছে লাইসেন্সধারী’

আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। যত বড় গুন্ডা হোক, যত বড় পয়সাওয়ালা হোক, একবিন্দু মাত্র বিশৃঙ্খলা করার সুযোগ নেই। আমি সরকারি দলের লোক, আমার তো সরকারি গুন্ডা আছে, লাইসেন্সধারী। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে  নৌকা প্রতীকের প্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চু নির্বাচনী সভায় প্রকাশ্যে এমন বক্তব্য দিয়েছেন। 

গত রবিবার (২৯ মে) সন্ধ্যায় দেওয়া এমন বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রেমবাজার এলাকায় নির্বাচনী প্রচারে জাকের হোসেন চৌধুরী বাচ্চু এমন বক্তব্য দেন। এ সময় অনেকে তার কথার সাথে সুর মেলান, হাততালি দেন।

প্রায় ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে জাকের হোসেন চৌধুরী বাচ্চু ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। যত বড় গুন্ডা হোক, যত বড় পয়সাওয়ালা হোক, একবিন্দু মাত্র বিশৃঙ্খলা করার সুযোগ নেই। আমি সরকারি দলের লোক, আমার তো সরকারি গুন্ডা আছে। আছে না- লাইসেন্সধারী, এরা কি উনাদের কাজ করবে? না আমি নির্দেশ দিলে আমার কাজ করবে? ইনারা এত হুমকি-ধমকি দিয়ে ভয়-টয় এগুলো আপনারা করবেন না। এগুলো আপনারা জানেন, আপনারা ভালোভাবে জানেন। এই এলাকায়, এই প্রেম বাজারে একসময় ডাকাতের অভয়ারণ্য ছিল। ডাকাতি এমনভাবে করতো তারা, রাতে ডাকাতি করতো, দিনের বেলায় এখানে বিভিন্ন জায়গায় জুয়া খেলা দিতো। এটা আওয়ামী লীগ নামধারী হয়েছিল।’

ভাইরাল হওয়া ভিডিও এবং বক্তব্যের বিষয়ে জাকের হোসেন বাচ্চুর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি।

এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল আলম জানান, ‘ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তার বিরুদ্ধে চিঠি ইস্যু হচ্ছে। এ বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  কামাল উদ্দিন বলেন, ‘লাইসেন্সধারী বলতে উনি কি বোঝাতে চেয়েছেন সেটা উনি জানেন। তবে নির্বাচন অফিস থেকে ফোন করে আমাকে উনার বিষয়ে খোঁজখবর নিতে বলেছেন।’

বিভি/এনইউ/এইচকে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2