রাজবাড়ীতে তিন পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ৬ জনের মৃত্যু, আহত ৫

রাজবাড়ীতে ট্রাক, মাইক্রোবাস ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।
বুধবার (১ জুন) সকাল ৯টার দিকে কালুখালী উপজেলার চাঁদপুর রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রাইভেটকারের যাত্রী সঞ্জু সরকার জানান, তারা ব্যক্তিগত গাড়িতে কুষ্টিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। কালুখালীর ওই এলাকায় তারা অটোরিকশাটির পেছনে ছিলেন। বিপরীত দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক এসে অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা একদম ভেঙে যায়। পরে ট্রাকটি প্রাইভেটকারটিকেও ধাক্কা দেয়। এ ঘটনায় ইজিবাইকের সব যাত্রী নিহত হয়েছেন।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। আহত ব্যক্তিদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিভি/কেএস
মন্তব্য করুন: