• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চারদিন ধরে ঘুম না হওয়ায় হারপিক খেয়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ০৯:৫৫, ২ জুন ২০২২

ফন্ট সাইজ
চারদিন ধরে ঘুম না হওয়ায় হারপিক খেয়ে শিক্ষার্থীর মৃত্যু

টানা চারদিন ধরে ঘুম না হওয়ায় অবসাদে ভুগতে ভুগতে হারপিক পান করে এক শিক্ষার্থী। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শেরপু‌রের শ্রীবরদী উপজেলায়। নিহত শিক্ষার্থীর নাম  সা‌ব্বির আহ‌ম্মেদ (২৪)। তিনি শেরপুরে কৃ‌ষি ডি‌প্লোমার কোর্স সম্পন্ন ক‌রেছিলেন।

বুধবার (১ জুন) বিকেলে ময়মনসিংহ মে‌ডি‌ক্যাল ক‌লেজ (মমেক) হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সা‌ব্বির সাতানী শ্রীবরদী এলাকার মৃত জালাল উদ্দিনের ছে‌লে।
 
স্বজ‌নদের সূ‌ত্রে জানা যায়, সা‌ব্বির আহ‌ম্মেদ গত চার‌ দিন ধ‌রে ‌ঠিকম‌তো ঘুমা‌তে পা‌রছিলেন না। সকা‌লে সাতানী শ্রীবরদীর নিজ বা‌ড়ি‌তে বাথরুমে গিয়ে হার‌পিক পান ক‌রেন তিনি। পরে তা‌কে দ্রুত উদ্ধার ক‌রে শ্রীবরদী হাসপাতা‌লে নি‌লে কর্তব্যরত চি‌কিৎসক সা‌ব্বির আহ‌ম্মেদ‌কে আশঙ্কাজনক অবস্থায় মমে‌ক‌ হাসপাতালে স্থানান্তর ক‌রেন।  সেখা‌নে চি‌কিৎসাধীন থাকা অবস্থায় বি‌কে‌লে তার মৃত্যু হয়।

সাব্বিরের খালা‌তো ভাই বাবু জানান, সা‌ব্বি‌র মানসিকভাবে সমস্যাগ্রস্ত ছিলেন। সা‌ব্বিরের সঙ্গে ময়মন‌সিংহ যাওয়ার পথে তার কাছে হারপিক খাওয়ার কারণ জানতে চাইলে সাব্বির বলে, চার‌দিন ধ‌রে ঠিকম‌তো ঘুম হয়‌নি তাই তিনি হার‌পিক পান ক‌রে‌ছেন।  
 
শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, ঘটনারটি সত্য। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। তবে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি।

বিভি/এজেড

মন্তব্য করুন: