প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: রাঙ্গামাটিতে আ.লীগের বিক্ষোভ মিছিল

রাঙ্গামাটিতে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন।
শনিবার (৪ জুন) সকাল ১১টায় জেলার বনরুপা বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।
সমাবেশে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. শাওয়াল উদ্দিন, জেলা মৎস্যজীবিলীগের সভাপতি উদয়ন বড়য়ুা, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা প্রমূখ।
প্রতিবাদ সমাবেশের আগে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিভি/এনডি/এইচএস
মন্তব্য করুন: