অনেক পর্যটক পড়েছে আটকা
খাগড়াছড়ি জেলা বিএনপির ২৪ ঘণ্টার সড়ক অবরোধ চলছে

বিএনপির ডাকে খাগড়াছড়িতে ২৪ ঘণ্টা সড়ক অবরোধ চলছে। অবরোধের সমর্থনে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় রাস্তায় টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে চলছে পিকেটিং। অবরোধের কারণে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। অবরোধ হলেও অনেকটা চলছে হরতাল আদলে। অবরোধের কারণে আটক পড়েছে বহু পর্যটক।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াকে হত্যার উদ্দেশ্যে তার বাস ভবনে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা, বাড়ী, গাড়ি ভাংচুর, নেতাকর্মীদের মোটরসাইকেল ভাংচুর-অগ্নিসংযোগ, নেতাকর্মীসহ শহরের নিরীহ ব্যবসায়ীদের দোকানে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা গ্রহণ না করে উল্টো আওয়ামী লীগের মিথ্যা মামলা গ্রহণের প্রতিবাদে বিএনপি এ সড়ক অবরোধে ডাক দেয়। অবরোধ চলবে বুধবার সকাল ৬ টায় পর্যন্ত। অপ্রীতিকর ঘটনার শংকায় জেলার গুরুত্ব স্থানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।হামলা-মামলাসহ আওয়ামীলীগের তাণ্ডব বন্ধ না হলে থেকে খাগড়াছড়িতে আহুত ২৪ ঘণ্টার সড়ক অবরোধ লাগাতার করার হুমকি দিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
সোমবার খাগড়াছড়ি জেলা যুবলীগের সমাবেশ থেকে অবরোধ প্রতিহতের ঘোষণা দেওয়া হলেও এখনো পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশীদ জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।
গত ৪ জুন সকাল ১০টার দিকে খাগড়াছড়ির কলাবাগান এলাকায় লাঠিসোটা হাতে ঢুকে পড়ে ৩/৪শ সন্ত্রাসী খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার বাসভবনে হামলা চালায়। সন্ত্রাসীরা ভাংচুর করে ওয়াদুদ ভূইয়ার প্রাইভেটকার, লাইট পোষ্ট ও ঘরের আসবাসপত্র। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করে। সন্ত্রাসীদের হামলায় দলীয় নেতাকর্মী ও পথচারীসহ আহত হন অন্তত ২৫ জন। হামলা ও ভাংচুর থেকে বাদ যায়নি বাংলাভিশনের খাগড়াছড়ি প্রতিনিধি ও পার্বত্যনিউজের ব্যুরো চিফ ও খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল’র বাড়ীও। এ ছাড়া আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ রয়েছে।
বিভি/এইচএম/এইচএস
মন্তব্য করুন: