৬৩ জনের চোখ ক্ষতিগ্রস্ত, ঢাকায় পাঠাতে হবে ৬ জনকে

চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ৬৩ জন রোগীর চোখ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ন্যাশনাল আই কেয়ারের সাবেক মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক জানিয়েছেন তাদের মধ্যে ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নেওয়া দরকার।
মঙ্গলবার (৭ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এর আগে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগীদের খোঁজ নেন।
দীন মোহাম্মদ নুরুল হক বলেন, ‘চমেকে ভর্তি চোখ ক্ষতিগ্রস্ত হওয়া ৬৩ জন রোগীর চোখে আঘাতের মাত্রার পরিমাণে কম-বেশি আছে। এগুলোর মধ্যে কিছু আছে সিরিয়াস ইনজুরড। ছয় জনের চোখের অবস্থা খুব খারাপ। তাদের একজনের চোখের কর্নিয়া ফেটে গেছে। তাকে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও নেওয়া লাগতে পারে। আমরা চাই গুরুতর আহত ছয় রোগীকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে উন্নত চিকিৎসা দিতে। এছাড়া আরও পাঁচ-ছয় জন রোগীর চোখের অবস্থা খারাপ। কিন্তু তাদের শরীরের অন্য অঙ্গের অবস্থাও খুব খারাপ। ফলে এখনই তাদের ঢাকায় নেওয়া সম্ভব নয়।’
বিশেষজ্ঞ এ চক্ষু চিকিৎসক আরও বলেন, ‘সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহতদের চিকিৎসা সেবা মনিটর করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। সব রোগীকে আমি দেখেছি। সবারই কোনো না কোনোভাবে চোখে আঘাত রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ খুব ভালোভাবে রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন। এটা অকল্পনীয়।’
দীন মোহাম্মদ নুরুল হক বলেন, ‘যেসব রোগীকে পাঠানো দরকার তাদের পাঠান। আমরা ঢাকাতে তাদের রিসিভ করবো। সব খরচ আমরা সরকারিভাবে বহন করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সে নির্দেশনা দিয়েছেন।’
বিভি/এনএ
এনএ
মন্তব্য করুন: