খাগড়াছড়িতে আ.লীগের অবরোধ ও নাশকতা বিরোধী বিক্ষোভ-সমাবেশ

খাগড়াছড়িতে আওয়ামীলীগের অবরোধ ও নাশকতা বিরোধী বিক্ষোভ-সমাবেশ হয়েছে। মঙ্গলবার (৭ জুন) সকাল ১১টার দিকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের শাপলা চত্বর ঘুরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রæ চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,মংক্যচিং চৌধুরী,দপ্তর সম্পাদক চন্দন কুমার, যুবলীগের সাধারন সম্পাদক কে এম ইসমাইল হোসেসসহ আওয়ামীলীগ ও অংগ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ৪ জুন খাগড়াছড়ি জেলা যুবলীগের বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল-ছাত্রদলের হামলা, দোকানপাট, গাড়ি ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টি করে আবার জেলায় সড়ক অবরোধ ডেকে জেলায় নৈরাজ্য সৃষ্টি করছে। জেলার জনগণ বিএনপি’র ২৪ ঘণ্টার অবরোধ প্রত্যাখ্যান করেছে।
বিভি/এইচএম/এইচএস
মন্তব্য করুন: